সুবর্ণজয়ন্তীর দিনে রক্ত ঝরানোর দায় সরকারকে নিতে হবে
- আপডেট সময় : ০১:৫৯:৪০ অপরাহ্ন, সোমবার, ২৯ মার্চ ২০২১
- / ১৫১৯ বার পড়া হয়েছে
সুবর্ণজয়ন্তীর দিনে রক্ত ঝরানোর দায় সরকারকে নিতে হবে জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গত কয়েকদিনে সরকার তার পেটোয়াবাহিনী দিয়ে জনগণের ওপর হামলা করেছে। নতজানু এ সরকার প্রতিবেশী দেশগুলো থেকে স্বার্থ আদায়ে ব্যর্থ হয়েছে। সকালে হেফাজত ইস্যুতে এক প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন বিএনপি মহাসচিব।
হেফাজতের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের গুলিতে আহতও নিহতের ঘটনার প্রতিবাদে সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করে বিএনপি।
সমাবেশে অংশ নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেন, সুবর্ণজয়ন্তীসহ কয়েকদিন ধরে সরকার তার পেটোয়াবাহিনী দিয়ে জনগণের ওপর হামলা করেছে।
নতজানু সরকারের কারণে অমিমাংসিত সমস্যার সমাধান করে নিজেদের স্বার্থ সংরক্ষণ করা সম্ভব হচ্ছে না বলেও দাবি করেন তিনি। স্বাধীনতার ৫০ বছরপূর্তিতে সুবর্ণ জয়ন্তী উদযাপনের দিনে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরে আসায় এর প্রতিবাদ জানায় হেফাজতে ইসলাম।