করোনা সংক্রমণ ঠেকাতে সরকারের ১৮ দফা নির্দেশনা
- আপডেট সময় : ০৫:০৫:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৯ মার্চ ২০২১
- / ১৫১৪ বার পড়া হয়েছে
কোভিড-১৯ সংক্রমণের দ্বিতীয় ঢেউ প্রতিরোধে দুই সপ্তাহের জন্য ১৮টি নির্দেশনা দিয়েছে সরকার। সোমবার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়েছে আজ থেকেই তা কার্যকর করা হবে।
সিদ্ধান্ত অনুযায়ী উচ্চ সংক্রমণ যুক্ত এলাকায় সব ধরনের জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে। সব ধরনের সামাজিক, রাজনৈতিক, ও ধর্মীয় জনসমাগম সীমিত করতে হবে। রাত ১০টার পর জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়া নিয়ন্ত্রণ করতে হবে। গণপরিবহনে ধারণক্ষমতার অর্ধেক যাত্রী বহনেরও নির্দেশ দেয়া হয়েছে। জরুরি সেবা ছাড়া সরকারি-বেসরকারি সব অফিস, প্রতিষ্ঠান ও শিল্প কল-কারখানা অর্ধেক জনবল দিয়ে পরিচালনা করতে হবে। বিদেশ থেকে আসা যাত্রীদের নিজ খরচে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেইন্টিনে থাকতে হবে। কর্মক্ষেত্রে প্রবেশ এবং অবস্থানকালীন সর্বদা বাধ্যতামূলক মাস্ক পরিধানসহ অন্যান্য স্বাস্থ্যবিধি পরিপালন নিশ্চিত করতে হবে। গত ২০ দিনে করোনা ৯ গুণ বেড়ে যাওয়ায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। দেশে প্রথম করোনা সংক্রমণ ধরা পড়ে গত বছরের ৮ মার্চ। এর ১০ দিন পর প্রথম মৃত্যু হয়। দুসপ্তাহ আগে থেকে করোনা সংক্রমণ ব্যাপক আকারে বাড়া শুরু হয়েছে।