পুলিশি বাধায় পন্ড বিএনপি’র বিক্ষোভ কর্মসূচি
- আপডেট সময় : ০৫:১৭:২৬ অপরাহ্ন, সোমবার, ২৯ মার্চ ২০২১
- / ১৫১৮ বার পড়া হয়েছে
স্বাধীনতা দিবসে আইন-শৃঙ্খলাবাহিনীর হাতে হেফাজতের নেতাকর্মী নিহত ও আহত হওয়ার প্রতিবাদে দেশের বিভাগীয় শহরগুলোতে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। দুপুরের পর এক ঘণ্টারও বেশি সময় রণক্ষেত্রে পরিণত হয় চট্রগ্রামের কাজির দেউরি এলাকা।আহত হন বেশ কয়েকজন। এসময় মোটরসাইকেল ও কয়েকটি দোকানে আগুন ধরিয়ে দেয় নেতাকর্মীরা। এই ঘটনার পর বিএনপি অফিসে অভিযান চালিয়ে মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম মনিসহ অন্তত ১৫জনকে আটক করেছে পুলিশ। বিভিন্ন জেলায় নেতাকর্মীকে আটক ছাড়াও পুলিশী বাধায় পন্ড হয়ে গেছে অনেক জায়গার বিক্ষোভ কর্মসূচি।
চট্টগ্রামে বিএনপির সমাবেশে পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত হয়েছে বেশ কয়েকজন। এসময় কয়েক মোটরসাইকেল ও রাস্তার পাশের দোকানগুলোতেও আগুন ধরিয়ে দেয় বিএনপি নেতাকর্মীরা। ঘটনার পর বিএনপি অফিসে অভিযান চালিয়ে নগর মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগমমনি সহ অন্তত ১৫জনকে আটক করে পুলিশ। কাজির দেউরি এলাকার নাসিমন ভবনের দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ শুরু করে বিএনপি। এসময় বিভিন্ন জায়গা থেকে মিছিল নিয়ে আসতে থাকে দলীয় নেতা কর্মীরা। এক পর্যায়ে সড়ক অবরোধ করার চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। এক ঘণ্টার ও বেশি সময় রণক্ষেত্রে পরিণত হয় গোটা কাজির দেউরি এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাকাগুলি ও টিআরসেল ছোড়েপুলিশ। সংঘর্ষের পরবি এন অফিসে অভিযান চালিয়ে অন্তত ১৫ জনকে আটক করে পুলিশ।
ময়মনসিংহে মহানগর বিএনপির বিক্ষোভ কর্মসুচি পুলিশি বাঁধায় পন্ড হয়ে গেছে। কোনো নেতা-কর্মীকে দলীয় কার্যালয়ে যেতে দেয়নি পুলিশ। মহানগরের যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দের নেতৃত্বে বিক্ষোভ মিছিল দলীয় কার্যালয়ে যাবার পথে নতুনবাজার মোড়ে পুলিশ বাঁধা দেয়। নেতা-কর্মীরা রাস্তায় বসে পড়লে মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক এ কে এম শফিকুল ইসলাম সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে কর্মসুচি শেষ করেন। এ সময় পুলিশ ছয় নেতা-কর্মীকে আটক করে নিয়ে যায়।
রংপুরে বিক্ষোভ সমাবেশ করেছে মহানগর বিএনপি ও সহযোগী সংগঠনগুলো। নগরীর গ্রান্ড হোটেল মোড়ে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করতে চাইলে বাধা দেয় পুলিশ। বাধার মুখে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করে নেতা-কর্মীরা।
খুলনায় দলীয় কার্যালয়ের সামনে পুলিশের লাঠিচার্জে পন্ড হয়ে গেছে বিএনপির প্রতিবাদ সমাবেশ। এতে নয় কর্মী আহত হয়েছে বলে দাবি করে বিএনপি। সমাবেশস্থলে ঢোকার তিনটি পথই ব্যারিকেড দিয়ে রাখে পুলিশ। এসময় নেতা-কর্মীদের লাঠিপেটা করে বলেও অভিযোগ করেন বিএনপি সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু।
বরিশাল সদর রোডের দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে মহানগর বিএনপি। সমাবেশে যেতে বাঁধা দেয়ার অভিযোগ করেন দলটির নেতারা। জনগণের জানমালের নিরাপত্তার জন্য বিক্ষোভ সংক্ষিপ্ত করতে বলে পুলিশ।
সিলেট রেজিস্ট্রারি মাঠে বিক্ষোভ সমাবেশ করে মহানগর বিএনপি। এসময় স্বাধীনতা দিবসে হেফাজতে ইসলামের উপর হামলা ও হত্যার প্রতিবাদ জানিয়ে সরকারের সমালোচনা করেন বক্তারা।
এছাড়াও রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি।