বিএনপি-জামায়াত দেশে নৈরাজ্য সৃষ্টি করছে: হানিফ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:১৩:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মার্চ ২০২১
- / ১৫২৫ বার পড়া হয়েছে
রাজনীতির মাঠে ব্যর্থ হয়ে হেফাজতের কাঁধে চড়ে বিএনপি-জামায়াত দেশে নৈরাজ্য সৃষ্টি করছে। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ।
দুপুরে পাবনা সার্কিট হাউজে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। হানিফ আরো বলেন, এর আগে একই কায়দায় মাদ্রাসা ছাত্রদের বিভ্রান্ত করে বিএনপি ও জামায়াত দেশে নৈরাজ্য সৃষ্টি করে উন্নয়ন বাধাগ্রস্থ্য করার ষড়যন্ত্র করেছিলো। সরকার জনগণকে সাথে নিয়ে তাদের কঠোরভাবে দমন করে। স্বাধীনতার সূবর্ণজয়ন্তীতে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা সফল হতে দেয়া হবে না। পরে তিনি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ স্মারক ম্যুরাল ‘জনক জ্যোতির্ময়’-এর উদ্বোধন করেন।