জনগনের মাঝে স্বাস্থ্যসুরক্ষা মেনে না চলা ও অসচতেনতার প্রবণতা দেখা যাচ্ছে: প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০২:৩০:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ এপ্রিল ২০২১
- / ১৫৩১ বার পড়া হয়েছে
করোনার টিকার প্রথম ডোজ নেয়ার পর জনগনের মাঝে স্বাস্থ্যসুরক্ষা মেনে না চলা ও অসচতেনতার প্রবণতা দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথম দফার মত এই মহামারী নিয়ন্ত্রণে দেশবাসীর সহযোগিতা চেয়েছেন তিনি। সকালে একাদশ জাতীয় সংসদে অধিবেশনে শোক প্রস্তাবের উপর আলোচনায় সরকার প্রধান এ কথা বলেন।
শুরু হল একাদশ জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশন। সকালে জাতীয় সংসদ ভবনে বসে বছরের দ্বিতীয় অধিবেশন। স্পীকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রথমেই সভাপতি মণ্ডলী.নির্বাচন হয়। গেল অধিবেশনের পর এ যাবতকালে বাংলাদেশ হারিয়েছে সিলেট ৩ আসনের এমপি মাহমুদ উস সামাদ চৌধুরীসহ অনেক কৃতিসন্তানকে। তাদের স্মরণে শোক প্রস্তাব পাঠ করেন স্পীকার।
শোক প্রস্তাবের উপর আলোচনায় অংশ নেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনার বিস্তার ঠেকাতে সরকারের দেয়া নির্দেশনা মানতে সবার প্রতি আহ্বান জানান তিনি।
করোনা সংক্রমণ প্রতিরোধে সচেতন থাকার পরামর্শ ও স্বাস্থ্যসুরক্ষা মেনে চলার তাগিদ দেন তিনি ।
এই ঘাতক ব্যাধিকে রুখতে গত বছরের মতই সব কিছু নিয়ন্ত্রণ করা হতে পারে বলেও আভাস দেন সরকার প্রধান।
ভয় নয় সচেতনতা দিয়েই করনাকে জয় করার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।