মিয়ানমারে সশস্ত্র বাহিনীর গুলিতে অন্তত ৪৩শিশু নিহত
- আপডেট সময় : ০২:৩৬:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২ এপ্রিল ২০২১
- / ১৬৭৬ বার পড়া হয়েছে
মিয়ানমারে সেনা অভ্যুত্থানবিরোধী বিক্ষোভ শুরুর পর দেশটির সশস্ত্র বাহিনীর গুলিতে অন্তত ৪৩শিশু নিহত হয়েছে।
বিশ্বব্যাপী শিশুদের অধিকার নিয়ে কাজ করা ‘সেভ দ্য চিলড্রেন’ জানিয়েছে, জান্তা সরকারবিরোধী বিক্ষোভে গতকাল বৃহস্পতিবার ২জন নিহত হয়েছেন। এ নিয়ে নিহতের সংখ্যা ৫৩৮ জনে দাঁড়িয়েছে।বৃহস্পতিবার সংস্থাটি জানায়, দক্ষিণপূর্ব এশিয়ার দেশটিতে দুঃস্বপ্নের পরিস্থিতি বিরাজ করছে। গুলিতে সবচেয়ে কম বয়সী ৭বছরের এক শিশু নিহত হয়েছে। এর আগে, সামরিক জান্তার বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ না নিলে দেশটিতে রক্তক্ষয়ী গৃহযুদ্ধ বাধতে পারে বলে নিরাপত্তা পরিষদকে সতর্ক করেছেন জাতিসংঘে মিয়ানমারের দূত ক্রিস্টিন বার্গনার। এদিকে, মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেতা অং সান সু চি’র বিরুদ্ধে সেনা সরকার, সরকারি গোপনীয়তা অমান্যের দায়ে নতুন অভিযোগ এনেছে বলে বৃহস্পতিবার জানিয়েছে সু চি’র আইনজীবী। পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত দেশটিতে তারবিহীন ব্রডব্যান্ড পরিষেবা বন্ধের নির্দেশ দেয়া হয়েছে।