তাইওয়ানে ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে ৪জন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৪২:১২ অপরাহ্ন, শুক্রবার, ২ এপ্রিল ২০২১
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
তাইওয়ানে ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে ৪জন নিহত হয়েছেন। আহত হয়েছে ২০ জনেরও বেশি। তিন জনের অবস্থা আশঙ্কজনক।
শুক্রবার পূর্ব তাইওয়ানের একটি সুরঙ্গের ভেতরে এ দূর্ঘটনা ঘটে। দমকল বাহিনী জানিয়েছে, ট্রেনটি তাইটুং এর উদ্দেশ্যে যাচ্ছিল।যাত্রাপথে উত্তর হুয়ালিয়ানের একটি সুরঙ্গে প্রবেশের পর কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে সুরঙ্গের দেয়ালে ধাক্কা খায়। ওই সময় ট্রেনে সাড়ে ৩’শ যাত্রী ছিল। আটকে পড়া যাত্রীদের উদ্ধারে কাজ করছে উদ্ধারকারী দল।এর আগে, ২০১৮ সালে তাইওয়ানে একটি ট্রেন দূর্ঘটনায় ১৭৫ জন মারা যায়।