হবিগঞ্জ সদর হাসপাতালের বেশিরভাগ যন্ত্রপাতি দীর্ঘদিন ধরে অকেজো
- আপডেট সময় : ০৫:৫১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২ এপ্রিল ২০২১
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
চার বছর আগে ২৫০ শয্যায় উন্নীত হলেও, ১শ’ শয্যা নিয়েই চলছে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল। দীর্ঘদিন ধরে অকেজো হয়ে পড়ে আছে আল্ট্রাসনোগ্রাম, এক্সরে, নেবুলাইজারসহ বেশিরভাগ যন্ত্রপাতি। পর্যাপ্ত চিকিৎসক ও জনবল না থাকায় ভোগান্তিতে পড়েছে রোগীরা। কর্তৃপক্ষ বলছে, শিগগিরই যন্ত্রপাতি মেরামতসহ জনবল নিয়োগ করা হবে।
হবিগঞ্জের ২০ লক্ষাধিক মানুষের চিকিৎসার একমাত্র ভরসা আধুনিক জেলা সদর হাসপাতাল। চার বছর ধরে কাগজপত্রে ২৫০ শয্যায় উন্নীত হলেও, বাস্তবে এক’শ শয্যা ও কম লোকবল দিয়ে চলছে হাসপাতালটি। হবিগঞ্জ ছাড়াও কিশোরগঞ্জ-সুনামগঞ্জের ভাটি এলাকার প্রায় তিন/চার’শ রোগী প্রতিদিন সেবা নিতে আসে।
কয়েক বছর ধরে আলট্রাসনোগ্রাম, এক্সরে, নেবুলাইজারসহ বেশিরভাগ যন্ত্রপাতি অকেজো হয়ে পড়ে আছে। ১০ বছর আগে স্ট্রেরিলাইজার মেশিন আসলেও জনবলের অভাবে চালু করা হয়নি। বাধ্য হয়ে স্বচ্ছল রোগীরা সিলেট কিংবা ঢাকা চলে যায়। দ্রুত যন্ত্রপাতি মেরামত ও সেবার মান বাড়ানোর দাবি জানিয়েছে ভুক্তভোগীরা।
যন্ত্রপাতি অকেজো থাকায় সেবা দেয়া যাচ্ছেনা বলে জানান, কর্মকর্তারা। জনবল ও যন্ত্রপাতির সমস্যার কথা স্বীকার করেন হাসপাতাল তত্বাবধায়ক। সেবার ব্যাপারে কোনো রকম ছাড় দেয়া হবে না বলে জানান, স্থানীয় সংসদ সদস্য।শিগগিরই যন্ত্রপাতি মেরামত ও জনবল নিয়োগের মাধ্যমে স্বাস্থ্য সেবা নিশ্চিতের দাবি জানিয়েছে স্থানীয়রা।