নির্মাণ করা হলেও চালু হচ্ছে না মাছের পোনার আধুনিক বিক্রয় কেন্দ্র
- আপডেট সময় : ০৭:১১:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২ এপ্রিল ২০২১
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
বহুদিনের দাবির প্রেক্ষিতে যশোরের চাঁচড়ায় মাছের পোনার আধুনিক বিক্রয় কেন্দ্র নির্মাণ করা হলেও, তা চালু হচ্ছে না। প্রায় দেড় বছর আগে নির্মাণ কাজ শেষ হয়েছে। কিন্তু, হস্তান্তর করা হচ্ছে না সুবিধাভোগিদের কাছে। কবে নাগাদ হবে তাও বলতে পারছেনা স্থানীয় মৎস্য অধিদপ্তর।
দেশের ৬০ ভাগ মাছের রেণু-পোনা উৎপাদন হয় যশোরের চাঁচড়ার হ্যাচারি ও নার্সারিতে। বছরে প্রায় ৬৮ হাজার কেজি রেণু উৎপাদন হয়। নির্ধারিত বাজার না থাকায়, মহাসড়কের পাশে খোলা জায়গায় ঝুঁকি নিয়ে রেণু বিক্রি করে মাছ চাষিরা।দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে চাঁচড়া এলাকায় প্রায় ৩৪ কোটি টাকা ব্যয়ে ‘আধুনিক পোনা বিক্রয় কেন্দ্র’ নির্মাণ করে মৎস্য অধিদপ্তর। ২০১৯ এর ডিসেম্বরে কেন্দ্রটির নির্মাণ কাজ শেষ হয়। কিন্তু, এতো দিনেও তা চালু করা হয়নি।
দ্রুত কেন্দ্রটি হস্তান্তরের দাবি জানিয়েছে মাছ চাষী ও ব্যবসায়ীরা।কবে নাগাদ চালু করা সম্ভব, তাও জানাতে পারছে না স্থানীয় মৎস্য অধিদপ্তর।
জেলায় বর্তমানে দেড় লাখ লোক মাছের রেনু-পোনা উৎপাদনের সাথে জড়িত।