বিএনপির নেতিবাচক রাজনীতি- করোনার চেয়েও ভয়াবহ: ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০৮:০১:৩০ অপরাহ্ন, শনিবার, ৩ এপ্রিল ২০২১
- / ১৫৪০ বার পড়া হয়েছে
বিএনপির নেতিবাচক রাজনীতি- করোনার চেয়েও ভয়াবহ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি। এদিকে, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, নৈরাজ্য সৃষ্টিতে জড়িত অপরাধীদের আড়াল করার অপচেষ্টায় লিপ্ত বিএনপি। দুপুরে মিন্টু রোডের বাসভবনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
শনিবার সরকারি বাসভবনে রাজনীতি ও সমসাময়িক বিষয়ে গণমাধ্যমে ব্রিফিং করেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হয়েও বিএনপি করোনার এই দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোর নূন্যতম মূল্যবোধও হারিয়ে ফেলেছে। এ সময় তিনি আরো জানান, রোজায় নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে মজুদদারদের বিষয়ে সতর্ক রয়েছে সরকার।
এদিকে, মিন্টু রোডের বাসভবনে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি নেতাদের বক্তব্যের সমালোচনা করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। বিরোধীদলেরও দেশের প্রতি দায়িত্ব রয়েছে উল্লেখ করে বিএনপিকে গঠনমূলক সমালোচনা করার আহবান জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী।