২ লাখ কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা হাতে নিয়েছে যুক্তরাষ্ট্র
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১৭:০৭ অপরাহ্ন, শনিবার, ৩ এপ্রিল ২০২১
- / ১৫৭১ বার পড়া হয়েছে
কর্মসংস্থান তৈরি ও অবকাঠামো খাতের উন্নয়নে ২ লাখ কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা হাতে নিয়েছে যুক্তরাষ্ট্র।
প্রতিদ্বন্দ্বী চীনের সঙ্গে টক্কর দিতে আগামী ৮ বছরে এই অর্থ ব্যয় করা হবে বলে জানিয়েছে বাইডেন প্রশাসন। এই পরিকল্পনা বাস্তবায়ন হলে প্রায় দুই কোটি মানুষের কাজের সুযোগ তৈরি হবে। ‘আমেরিকান জব প্ল্যান’ নামের এই প্রকল্পের আওতায় সবচেয়ে বেশি ব্যয় করা হবে যোগাযোগ ব্যবস্থা এবং বিশুদ্ধ পানি ও ব্রডব্যান্ড ইন্টারনেটের অবকাঠামো উন্নয়নে। বাইডেনের এ পরিকল্পনায় অভ্যন্তরীণ উৎপাদন খাতে বিনিয়োগ করা হবে ৫হাজার কোটি ডলার। গবেষণা সক্ষমতা বাড়াতে ৮বছরে ব্যয় করা হবে ৪হাজার কোটি ডলার।