মানুষের জীবনই সবার আগে, তাই করোনা থেকে বাঁচতে অবশ্যই সবাইকে স্বাস্থ্যবিধি মানতে হবে
- আপডেট সময় : ০১:৩৯:২২ অপরাহ্ন, রবিবার, ৪ এপ্রিল ২০২১
- / ১৫৩২ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানুষের জীবনই সবার আগে, তাই করোনা থেকে বাঁচতে অবশ্যই সবাইকে স্বাস্থ্যবিধি মানতে হবে। পাশাপাশি টিকাদান কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী আরো বলেন, বাংলাদেশের সম্মান অর্জনে একটি মহল খুশি হতে পারে না। তারা দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত এবং ইসলামের নামে কলংক ছড়াচ্ছে বলে-মন্তব্য করেন তিনি।
করোনার ভয়াবহ ছোবলের কারণে বছরের দ্বিতীয় অধিবেশন খুবই সংক্ষিপ্ত কলেবরে অনুষ্ঠিত হল। স্বাধীনতার সূবর্ণজয়ন্তী ও মুজিবশতবর্ষ উদযাপনের কালে এই অধিবেশনে সংসদ সদস্যদের বক্তব্যে উঠে আসে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সংগ্রামে বঙ্গবন্ধুর অবদানের কথা।
অধিবেশনের শেষ দিনে সমাপনী ভাষণে সংসদ নেতা শেখ হাসিনা বলেন, জনগণ আওয়ামী লীগকে বারবার সেবা করার সুযোগ দিয়েছে।
করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সবাইকে সমানভাবে এগিয়ে আসার আহ্বান জানান সরকার প্রধান। হেফাজত একা নয়, তাদের সাথে জামায়াত বিএনপি জোট জড়িত। তারা পরিকল্পিতভাবে দেশবিরোধী ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন তিনি। কারো মুখাপেক্ষী হয়ে নয়, উন্নয়নের ছোঁয়ায় স্বাবলম্বী হয়ে বাংলাদেশ বিশ্বের বুকে চলবে বলে আবারো অঙ্গীকার করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।