শীতলক্ষ্যায় ডুবে যাওয়া লঞ্চ থেকে ২৮টি লাশ উদ্ধার
- আপডেট সময় : ০৬:২১:৩৯ অপরাহ্ন, সোমবার, ৫ এপ্রিল ২০২১
- / ১৫১৮ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় ডুবে যাওয়া লঞ্চ থেকে ২৮টি লাশ উদ্ধার করা হয়েছে। রোববার বিকেলে দেড় শতাধিক যাত্রী নিয়ে ডুবে যাওয়ার পর সোমবার দুপুর পর্যন্ত ডুবুরিরা এসব লাশ উদ্ধার করেন। এখনো নিখোঁজ অনেকে। এ ঘটনায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের পক্ষ থেকে নিহত প্রত্যেক পরিবারকে ২৫ হাজার টাকা করে দাফন খরচ দেয়া হয়েছে। এদিকে মুন্সীগঞ্জের মাওয়া ঘাটে ভীড় করছেন স্বজনরা।
স্বজন হারানো এ আহাজারি নারায়ণগঞ্জের শীতলক্ষ্যার পাড়ের। কার্গোর ধাক্কায় ডুবে যাওয়া সাবিত আল হাসান লঞ্চটিকে ১৯ ঘন্টা চেষ্টায় উদ্ধার করেন ডুবুরিরা। সেখান থেকে একে একে বের করে আনা হয় নিথর দেহগুলো। যা দেখে খুঁজতে আসা স্বজনরা নিশ্চিত হন এই মরদেহ তার পরিবার-পরিজনের। আর স্বজন হারানোর কান্নায় ভারী হয়ে ওঠে শীতলক্ষ্যা পাড়ের আকাশ বাতাস।
সোমবার বেলা সোয়া ২টা পর্যন্ত ডুবে যাওয়া লঞ্চটি নদীর পূর্বপাড়ে এনে তল্লাশি চালিয়ে লাশগুলো উদ্ধার করা হয়। সেসময়ই উদ্ধার কাজের সমাপ্তি ঘোষণা করেন বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান। শোকের চাদরে ঢেকে গেছে পুরো এলাকা। না পাওয়া প্রিয়জনকে খুঁজে ফিরছেন অনেকে।
ঘটনা অনুসন্ধানে মোট দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একটি বিআইডব্লিউটিএ’র অন্যটি নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের। দাফনের জন্য প্রতিটি পরিবারকে ২৫ হাজার টাকা করে দেয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক।
রোববার সন্ধ্যায় হঠাৎ কালবৈশাখী ঝড়ের সময় একটি কার্গোর ধাক্কায় দেড় শতাধিক যাত্রী নিয়ে ডুবে যায় লঞ্চটি।