করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে বিধিনিষেধ কঠোরভাবে মেনে চলার নির্দেশ প্রধানমন্ত্রীর
- আপডেট সময় : ০৭:৩৩:৪৯ অপরাহ্ন, সোমবার, ৫ এপ্রিল ২০২১
- / ১৫৮৪ বার পড়া হয়েছে
করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে লকডাউনসহ অন্যান্য বিধিনিষেধ কঠোরভাবে মেনে চলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রয়োজনে আইন প্রয়োগে কঠোর হওয়ারও নির্দেশ দিয়েছেন তিনি। মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি আরো জানান, চলমান লকডাউন আরো বাড়বে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে বৃহস্পতিবার।
সোমবার সকালে সচিবালয়ে বসে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক। গণভবন থেকে ভার্চ্যুয়ালি এতে সভাপতীত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৈঠক শেষে মন্ত্রীরা সাংবাদিকদের জানান, সংক্রমণ খুব দ্রুত ছড়িয়ে পড়ছে। সে ক্ষেত্রে সবাইকেই সংযত হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
পরে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব জানান, সারা সপ্তাহ পর্যবেক্ষণ করে লকডাউন এর মেয়াদ বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার।
মন্ত্রিপরিষদ সচিব জানান, স্বাস্থ্যবিধি ও লকডাউন মানতে প্রয়োজনে আইন প্রয়োগের সিদ্ধান্ত নেওয়ারও নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৈঠকে লকডাউনের সময়ে ও পবিত্র রমজান মাসে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য সকাল নয়টা থেকে বেলা সাড়ে তিনটা পর্যন্ত অফিস সময়সূচি নির্ধারণ করা হয়।
বৈঠকে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধার প্রত্যেকে ১০ হাজার টাকা হারে বছরে দু’টি উৎসব ভাতা এবং খেতাবপ্রাপ্ত , যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে বাংলা নববর্ষ ভাতা হিসেবে দুই হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত হয়। করোনা ভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ ৮ এপ্রিল শুরু হবে জানিয়ে দেশে টিকার কোন সংকট হবে না বলে আশ্বস্ত করেছে সরকার।