লকডাউনের মাঝেই চলছে বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস
- আপডেট সময় : ০৮:২৬:৪৭ অপরাহ্ন, সোমবার, ৫ এপ্রিল ২০২১
- / ১৫৫২ বার পড়া হয়েছে
সরকার ঘোষিত লকডাউনের মাঝেই দেশজুড়ে চলছে বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস। আজ অনুষ্ঠিত হয়েছে ব্যাডমিন্টন, রোলার স্কেটিং ও ভারোত্তলন ইভেন্ট।
ভারোত্তলনের ভেন্যু- ময়মনসিংহের জেলা জিমনেশিয়াম। যেখানে নারী বিভাগে ৬০ কেজি ওজন শ্রেণীতে স্বর্ণ জিতেছেন আনসারের সাবিরা সুলতানা। রৌপ্য জিতেছেন সেনাবাহিনীর হামিশা পারভিন; আর ব্রোঞ্জ জেল পুলিশের মনিকা রায়ের। ৪৯ কেজি ওজন শ্রেণীতে সেনাবাহিনীর স্মৃতি আক্তার দেখিয়েছেন শ্রেষ্ঠত্ব। সুমী রায় দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন মার্শিয়াত ইসলাম।
এদিকে, সাঁতারের তৃতীয় দিনে ২০০ মিটার বাটারফ্লাইয়ে ২ মিনিট ১০ দশমিক নয় দুই সেকেন্ড সময় নিয়ে রেকর্ড গড়েছেন সেনাবাহিনীর কাজল মিয়া। ২০১৯ সালে গড়া জুয়েল আহমেদের রেকর্ড ভাঙ্গেন তিনি। ৪০০ মিটার ফ্রিস্টাইলে চমক দেখান ফয়সাল আহমেদ। রেকর্ড গড়তে সময় নেন ৪ মিনিট আঠার দশমিক দুই তিন সেকেন্ড। নারীদের ২০০ মিটার বাটারফ্লাইয়ে স্বর্ন জিতেছেন নৌবাহিনীর সোনিয়া আক্তার। সব ইভেন্ট মিলিয়ে ৪ স্বর্ণ জিতেন সোনিয়া।
রোলার স্কেটিংয়ে প্রথম দিনে আনসারের আধিপত্য। ৫০০ মিটার স্প্রিন্ট পুরুষ ইভেন্টে স্বর্ণ জিতেছেন শরিফুল ইসলাম। সমান মিটারে নারী ইভেন্টে স্বর্ণ জিতেছেন বৃষ্টি আক্তার। সবমিলিয়ে ১২ শিরোপা জিতে সবার ধরা ছোয়ার বাইরে আনসার। এদিকে, সোমবার ছয় রেকর্ডের মধ্য দিয়ে শেষ হয়েছে সাইক্লিং ডিসিপ্লিন। যেখানে ১৩ স্বর্ণ জিতে সবাইকে ছাড়িয়ে সেনাবাহিনী। এছাড়াও তিন রৌপ্য ও ৫ ব্রোঞ্জ জিতেছে সার্ভিসেস দলটি। বিজিবি জিতেছে দুই স্বর্ণ ও একটি চট্টগ্রামের। তিন রেকর্ড গড়া বিশ্বাস ফয়সাল হোসাইন আনন্দিত, চান এস এ গেমসে দেশকে পদক উপহার দিতে।