স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে দেশের এক বিশেষ অর্জন স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৫:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ এপ্রিল ২০২১
- / ১৫৩০ বার পড়া হয়েছে
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে দেশের এক বিশেষ অর্জন স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ। অনেক প্রতিকূলতা পেরিয়ে এ অর্জন বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ।
দুপুরে সেনানিবাসের এস টি এস এন্ড এস প্যারেড গ্রাউন্ডে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। এসময় সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ আরো বলেন, প্রধানমন্ত্রীর দেশপ্রেম ও অবিচল নেতৃত্বের অবদান। সেইসাথে সেনাবাহিনীর প্রতি প্রধানমন্ত্রীর আস্থা সেনাবাহিনীকে আরো নিরলসভাবে কাজ করতে অনুপ্রাণিত করেছে। এসময় ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ নুরুল আনোয়ারসহ উর্ধ্বতন সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।