আগামীকাল থেকে দেশের সব সিটি করপোরেশন এলাকায় শর্তসাপেক্ষে যাত্রীবাহী বাস চলাচল করবেঃ ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০৭:০৮:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ এপ্রিল ২০২১
- / ১৫২৭ বার পড়া হয়েছে
আগামীকাল বুধবার থেকে ঢাকা ও চট্টগ্রাম মহানগরসহ দেশের সব সিটি করপোরেশন এলাকায় শর্তসাপেক্ষে যাত্রীবাহী বাস চলাচল করবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের। বিকেলে বাসভবন থেকে ব্রিফিংকালে একথা জানান তিনি। এর আগে গণমাধ্যমে দেয়া ব্রিফিংয়ে ওবায়দুল কাদের বলেন, করোনা সংক্রমণের উচ্চহার মোকাবেলা ও উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর অপতৎপরতা প্রতিরোধ করাই এখন সরকারের বড় চ্যালেঞ্জ।
সারাদেশের লকডাউন পরিস্থিতিতে গণপরিবহন চলাচলের বিষয়ে সরকারের নতুন সিদ্ধান্ত জানাতে মঙ্গলবার বিকেলে বাসভবন থেকে ব্রিফিং করেন সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি জানান, লকডাউনে বিভিন্ন প্রতিষ্ঠান খোলা থাকায় কর্মরতদের যাতায়াতের সুবিধার্থে বুধবার থেকে যাত্রীবাহী বাস চলাচলের বিষয়ে নতুন নির্দেশনা দিয়েছে সরকার।
এসময় কোনভাবেই স্বাস্থ্যবিধি লংঘন ও সমন্বয়কৃত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না বলেও স্পষ্ট জানিয়ে দেন ওবায়দুল কাদের।
এর আগে সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কক্সবাজার লিংক রোড হতে উনচিপ্রাং পর্যন্ত ৩০৫ কোটি টাকা ব্যয়ে ৫০ কিলোমিটার সম্প্রসারিত সড়কের উদ্বোধন করে ওবাদুল কাদের বলেন, করোনা ও উগ্রবাদ মোকাবিলাই এখন সরকারের বড় চ্যালেঞ্জ।
আওয়ামী লীগ সম্পাদক আরো অভিযোগ করে বলেন, সমালোচনা বিএনপিকে এমনই অন্ধ করেছে যে, এখন কালবৈশাখীর মৃত্যুর দায়ও সরকারের উপর চাপাচ্ছে তারা।