চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে ৫০ শয্যার আইসোলেশন সেন্টারের কার্যক্রম শুরু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২৬:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ এপ্রিল ২০২১
- / ১৫৩২ বার পড়া হয়েছে
করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে ৫০ শয্যার আইসোলেশন সেন্টারের কার্যক্রম শুরু হয়েছে।
দুপুরে পাবলিক লাইব্রেরি ও দুর্যোগ ব্যবস্থাপনা ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় আইসোলেশন সেন্টার উদ্বোধন করেন সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী। সেখানে ১৩ চিকিৎসকসহ ৩৬ জনকে নিয়োগ দেয়া হয়েছে। আজ থেকে রোগী ভর্তি শুরু হয়েছে।আইসোলেশন সেন্টারের শয্যাগুলোর মধ্যে ৩৫টি পুরুষ এবং ১৫টি নারীর জন্য বরাদ্দ। এ সময় সিটি মেয়র বলেন, প্রাথমিকভাবে ৫০ শয্যার আইসোলেশন সেন্টার করা হয়েছে। প্রয়োজন হলে শয্যা সংখ্যা আরো বাড়ানো হবে। সক্ষমতার সবটুকু দিয়ে এই করোনা ভাইরাসের ২য় ঢেউ মোকাবিলা করতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ প্রস্তুত বলেও জানান তিনি।