ঢাকার নৌপথে বাধা সৃষ্টিকারী সেতু ও অন্যান্য ব্যবস্থাপনাগুলো সরিয়ে ফেলা হবে : নৌপরিবহন প্রতিমন্ত্রী
- আপডেট সময় : ০৮:০৩:৩৯ অপরাহ্ন, বুধবার, ৭ এপ্রিল ২০২১
- / ১৫৩০ বার পড়া হয়েছে
ঢাকার চারপাশে বৃত্তাকার নৌপথে যান চলাচলে বাধা সৃষ্টিকারী সেতু ও অন্যান্য ব্যবস্থাপনাগুলো ভবিষ্যতে সরিয়ে ফেলা হবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার কথা জানান তিনি। আর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সরকারের বাস্তবমুখী পদক্ষেপের কারণে আগের চেয়ে নৌ-দুর্ঘটনা কমেছে। সচিবালয়ে ‘নৌ নিরাপত্তা সপ্তাহ-২০২১’-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তারা।
বুধবার সকালে সচিবালয়ে ‘নৌ নিরাপত্তা সপ্তাহ-২০২১’-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী আর ভার্চুয়ালি যুক্ত হন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আলোচনায় উঠে আসে গেল ৪ এপ্রিল নারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় মালবাহী জাহাজের ধাক্কায় অর্ধশতাধিক যাত্রী নিয়ে লঞ্চডুবির ঘটনা। যাতে প্রাণ গেছে ২৭ জনের।
লঞ্চ মালিকদের সংগঠনের অভিযোগ, ঘটনাস্থলে নদীর উপর থাকা ত্রুটিপূর্ণ সেতুর কারণেই এমন ঘটনা ঘটেছে।
এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে নৌ পরিবহন প্রতিমন্ত্রী বলেন, তদন্ত প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী , এধরনের দুর্ঘটনা রুখতে পদক্ষেপ নেবে মন্ত্রনালয়। ধাক্কা দেওয়া নৌযানের কর্তৃপক্ষকে দ্রুত আইনের আওতায় আনতে স্বরাষ্ট্রমন্ত্রনালয়কে আহ্বান জানান তিনি।
আর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, নৌ-দুর্ঘটনা কমাতে সরকার সমন্বিত পদক্ষেপ নিয়েছে।
ঢাকার খাল ও নদীগুলো দখলমুক্ত করে নৌপথকে সচল করার বিষয়ে পদক্ষেপ নেয়ার উপর গুরুত্ব দেন বক্তারা।