আফগানিস্তান বানানোর ষড়যন্ত্র হিসেবে সালথায় নারকীয় হামলা: হানিফ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:১৮:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ এপ্রিল ২০২১
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
আফগানিস্তান বানানোর ষড়যন্ত্রের অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে হামলা চলছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ নেতা মাহবুব উল আলম হানিফ। এ কারণেই ফরিদপুরের সালথায় নারকীয় হামলা চালানো হয়েছে বলেও জানান তিনি।
সালথা উপজেলা পরিষদে আয়োজিত প্রতিবাদ সমাবেশে এ কথা বলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হানিফ। দল আয়োজিত এ প্রতিবাদ সভায় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের অন্য নেতারা। পরে আওয়ামী লীগের প্রতিনিধি দল হামলায় ক্ষতিগ্রস্ত উপজেলা পরিষদের বিভিন্ন স্থান ঘুরে দেখেন।