করোনা ভাইরাস থেকে সবাইকে বাঁচাতে ভবিষ্যতে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে: প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৭:২৭:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ এপ্রিল ২০২১
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
করোনা ভাইরাস থেকে সবাইকে বাঁচাতে ভবিষ্যতে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশ গড়তে আত্মবিশ্বাস নিয়ে সততা ও নিষ্ঠার সাথে কর্তব্য পালনে প্রশাসনের নবীন কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি। বিসিএস কর্মকর্তাদের ৭১তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, রক্তে অর্জিত স্বাধীনতাকে সমুন্নত রাখতে সবাইকে সচেষ্ট থাকতে হবে।
বিসিএস কর্মকর্তাদের ৭১তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালী অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাভারে বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত এ অনুষ্ঠানে প্রশিক্ষনার্থীদের হাতে প্রধানমন্ত্রীর পক্ষে সনদ তুলে দেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
এসময় প্রধানমন্ত্রী বলেন, করোনা থেকে জনগণকে বাঁচাতে ভবিষ্যতে আরো কঠোর হবে সরকার।
প্রধানমন্ত্রী এসময় কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, উন্নয়নের ছোঁয়া দেশের প্রতিটা অঞ্চলের মানুষের জীবনে পরিবর্তন আনবে। সরকারের এই বিশাল কর্মপরিকল্পনা বাস্তবায়নে প্রশাসন ও প্রতিটি সংস্থার সদস্যদের সেবার মানসিকতা নিয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
বিজ্ঞানভিত্তিক প্রশিক্ষণের উপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, স্বাধীনতার মর্যাদাকে সমুন্নত রাখতে হবে।
প্রধানমন্ত্রী সবাইকে করোনা থেকে বাঁচতে স্বাস্থ্যসুরক্ষাবিধি ও সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানান।