সকাল ৯টা হতে বিকেল ৫টা পর্যন্ত দোকানপাট ও শপিংমল খুলে দেয়ার ঘোষণা
- আপডেট সময় : ০৭:৩৭:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ এপ্রিল ২০২১
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত বিধি-নিষিধের চতুর্থ দিনে ঢাকায় স্বাভাবিক রয়েছে গণপরিবহন চলাচল। তবে সকালের অফিসযাত্রা শেষ হওয়ার পর অধিকাংশ পরিবহনে তেমন যাত্রী দেখা যায়নি। পরিবহন চালকরা বলছেন, মানুষ একান্ত বাধ্য না হলে গণপরিবহনে উঠছেন না। করোনার কারণে গণপরিবহন এড়িয়ে চলার চেষ্টা করছেন অনেকে। এ কারণে যাত্রীর সংখ্যা কম। এদিকে স্বাস্থ্যবিধি মেনে শুক্রবার থেকে সকাল ৯টা হতে বিকেল ৫টা পর্যন্ত দোকানপাট ও শপিংমল খুলে দেয়ার ঘোষণা দিয়েছে সরকার।
করোনা মহামারির দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সরকার ঘোষিত ৭ দিনের লকডাউনের চতুর্থ দিনে রাজধানীতে গণপরিবহন চলাচল স্বাভাবিক । তবে অফিস সময়ে ভিড় দেখা গেলেও ১০টার পর ভিন্ন চিত্র।
বাস চালকরা বলছেন, লকডাউনের আগে নগরীর মানুষ গ্রামে চলে যাওয়ায় যাত্রী কম।
অনেকেই জরুরি কাজে বের হয়েছেন ঘর থেকে। সাধারণ মানুষ বলছেন, স্বাস্থ্যবিধি মেনে সবকিছু সচল থাকলে সবার জন্য মঙ্গল।
এদিকে কঠোর স্বাস্থ্যবিধি মেনে ৯ এপ্রিল থেকে ১৩ এপ্রিল পর্যন্ত সকাল ৯ থেকে বিকেল ৫ টা পর্যন্ত দোকানপাট ও শপিংমল খুলে দেয়ার ঘোষণা দিয়েছে সরকার।