দ্বিতীয়বারের মতো করোনা পজিটিভ হচ্ছে অনেকেই
- আপডেট সময় : ০১:৫২:২১ অপরাহ্ন, শুক্রবার, ৯ এপ্রিল ২০২১
- / ১৫২২ বার পড়া হয়েছে
একবার করোনা আক্রান্ত হয়েছেন, চিকিৎসায় সুস্থ হয়েছেন, চলাফেরা করছেন অবাধে কিংবা আছেন নিশ্চিন্তে এমনটি হওয়ার সুযোগ নেই। দ্বিতীয়বারও হচ্ছে করোনা। আর এ আক্রান্তের হার বাড়ছে বগুড়ায়। তাদের শারীরিক জটিলতা ও মৃত্যুর ঝুঁকিও বেশি থাকছে।
বগুড়ায় করোনা চিকিৎসায় নির্ধারিত মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসক শফিকুল আমিন কাজল। গেল জুনে করোনায় আক্রান্ত হন তিনি। চার মাস পর আবার পজিটিভ হন। তার অফিস সহকারী মশিউরও পর পর দুবার পজিটিভ হন। তাদের মত, দ্বিতীয়বারের মতো করোনা পজিটিভ হচ্ছে অনেকেই।
চিকিৎসকদের মতে, দ্বিতীয়বার যারা পজেটিভ হচ্ছে তাদের শারীরিক জটিলতা বেশি হচ্ছে। আবার মৃত্যুর ঝুঁকিও বেশি ।করোনা চিকিৎসায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে, জানালেন ডেপুটি সিভিল সার্জন ।
এ পর্যন্ত বগুড়ায় করোনায় আক্রান্ত হয়েছে ১০ হাজার ৫৮৭ জন। মারা গেছে ২৬৫ জন। আর দ্বিতীয়বারের মতো পজিটিভ হয়েছে অন্তত ৫০ জন।