সিলেট মেট্রোপলিটন পুলিশ ও জেলার সব থানায় লাইট মেশিনগান-এলএমজি পোস্ট
- আপডেট সময় : ০২:১২:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৯ এপ্রিল ২০২১
- / ১৫২৪ বার পড়া হয়েছে
সিলেট মেট্রোপলিটন পুলিশ ও জেলার সব থানায় লাইট মেশিনগান-এলএমজি পোস্ট বসানো হয়েছে।
সেই সঙ্গে ঝুঁকি বিবেচনায় প্রতিটি থানায় অতিরিক্ত ৩০ থেকে ৫০ জন সদস্য মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার দেখা যায়, সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানায় সিমেন্টের বস্তা দিয়ে তৈরি করা হয় এলএমজি পোস্ট। ঝুঁকি বিবেচনা করে কিছু থানার ছাদে ও সামনের ফাঁকা স্থানে এ ধরনের পোস্ট বসাতে দেখা গেছে। হামলাসহ যেকোনো ধরনের অনাকাঙ্খিত ঘটনা এড়াতে এ ব্যবস্থা নেয়া হয়েছে বলে পুলিশ সদর দপ্তরের নির্দেশনায় বুধবার রাত থেকে নিরাপত্তাব্যবস্থা জোরদার করার কথা জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা। সিলেট উত্তর মহানগর পুলিশের উপ-কমিশনার আজবাহার আলী শেখ জানান, শুধু থানা আর ফাঁড়ি নয়, সরকারি সব স্থাপনার নিরাপত্তা নিশ্চিতে বাড়তি ফোর্স তৈরি রাখা হয়েছে। কেউ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটানোর চেষ্টা করলে কঠোর হাতে তা দমন করা হবে। সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিন জানিয়েছেন, একই ব্যবস্থা নেয়া হয়েছে সিলেট জেলার ১১টি থানাতেও। ইতিমধ্যে সব থানায় এলএমজি সরবরাহ করা হয়েছে বলেও জানান সিলেটের পুলিশ সুপার।
এদিকে, নারায়ণগঞ্জ জেলার ৭ থানা ও ৮টি ফাঁড়িতে এলএমজি বিশেষ নিরাপত্তা চৌকি স্থাপন করা হয়েছে। বুধবার রাত থেকে থানায় নিরাপত্তার অংশ হিসেবে গুরুত্ব অনুসারে থানা, ফাঁড়ি ও তদন্ত কেন্দ্রে এলএমজি পোস্ট ও সিমেন্টের বস্তা দিয়ে বিশেষ ধরনের প্রতিরোধ ব্যবস্থা স্থাপন করা হয়েছে।পাশাপাশি বাড়ানো হয়েছে পুলিশ সদস্যের সংখ্যা। এসব চৌকিতে ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছে পুলিশ। সেখানে দায়িত্বরত পুলিশের এক সদস্য এলএমজি তাক করে বসে আছেন।পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।