৬ষ্ঠ দিনেও মাস্ক ও স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত
- আপডেট সময় : ১২:০১:১১ অপরাহ্ন, শনিবার, ১০ এপ্রিল ২০২১
- / ১৫২৭ বার পড়া হয়েছে
সরকার ঘোষিত লকডাউনের ৬ষ্ঠ দিনেও ঢিলেঢালাভাব।মাস্ক ও স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
ময়মনসিংহে ঢিলেঢালাভাব ৬ষ্ঠ দিনের লকডাউনেও। দোকান ও শপিংমল খোলার ঘোষণা দেয়ায় এখন পুরোপুরি স্বাভাবিক অবস্থা বিরাজ করছে জেলার সকল জনপদে। এদিকে, ১৪ এপ্রিল থেকে সর্বাত্মক লকডাউনের ঘোষণা দেয়ায় কেনাকাটার জন্য হাটবাজার এবং শপিংমলে মানুষের উপচে পড়া ভীড় লক্ষ্য করা গেছে।
স্বাভাবিক অবস্থা বিরাজ করছে সিরাজগঞ্জেও। এ জেলায় প্রতিনিয়ত নতুন নতুন করোনা রোগী সনাক্ত হলেও লকডাউন ও স্বাস্থ্যবিধি মানার কোন তোয়াক্কাই করছেন না কেউ। অনেক এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করছে স্থানীয় প্রশাসন।
এদিকে,স্বাস্থ্যবিধি নিশ্চিতে মৌলভীবাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে ২৬ ব্যক্তি ও ১৬ প্রতিষ্ঠানকে মোট ৩০ হাজার ৪‘শ টাকা জরিমানা করা হয়েছে। জেলা ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসান ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানার নির্দেশনায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।