কক্সবাজার সমুদ্র সৈকতে ভেসে উঠেছে আরও একটি বিশালাকৃতির মৃত তিমি
- আপডেট সময় : ০২:২২:৩৪ অপরাহ্ন, শনিবার, ১০ এপ্রিল ২০২১
- / ১৫৩২ বার পড়া হয়েছে
কক্সবাজার সমুদ্র সৈকতের হিমছড়িতে ভেসে উঠেছে আরও একটি বিশালাকৃতির মৃত তিমি। এ নিয়ে ২৪ ঘন্টার ব্যবধানে সাগর থেকে ভেসে আসলো দু’টি তিমি।
সকালে তিমিটি ভেসে উঠতে দেখতে পায় স্থানীয়রা। তখনো পুরোপুরি জোয়ারের পানি নেমে যায়নি। জোয়ারের পানি নেমে যাওয়ার পর পূর্ণ ভাটায় সাগরের বালুতটে পড়ে থাকা মৃত তিমিটি স্পষ্ট দৃশ্যমান হয়। তবে শুক্রবার ভেসে উঠা তিমির চেয়ে এটি কিছুটা ছোট। মেরিন লাইফ বিশেষজ্ঞরা জানান, দ্বিতীয় তিমিটি ৪৩ ফিট দৈর্ঘ আর প্রায় ১৫ ফিট প্রস্থ। এরই মধ্যে মৃত তিমিটি পঁচন ধরায় গন্ধ ছড়াচ্ছে। সাগরের পানিতে ভাসতে ভাসতে তিমিটির সামনের অংশ বিকৃত হয়ে গেছে।মেরিন লাইফ বিশেষজ্ঞ জহিরুল ইসলাম জানান, আনুমানিক ৫০ বছর বয়সী এ তিমিটি হয়ত সপ্তাহপুর্বে মারা যেতে পারে।এর আগে শুক্রবার দুপুরেও ৪৪ ফুট দীর্ঘ ও ২৬ ফুট প্রস্থ একটি তিমি একই পয়েন্টে ভেসে ওঠে। খবর পেয়ে জেলা প্রশাসন, বনবিভাগ, পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্টরা ঘটনাস্থলে যান।