শপিংমলগুলো খুলে দেয়ায় রোজার আগেই শুরু হয়েছে ক্রেতাদের উপচে পড়া ভীড়
- আপডেট সময় : ০৭:৩৮:৪৫ অপরাহ্ন, শনিবার, ১০ এপ্রিল ২০২১
- / ১৫২৬ বার পড়া হয়েছে
করোনা সংক্রমণের ভয়াবহ পরিস্থিতির মাঝে রাজধানী ঢাকার শপিংমলগুলো খুলে দেয়ায় রোজার আগেই শুরু হয়েছে ক্রেতাদের উপচে পড়া ভীড়। এভাবে চলতে থাকলে সংক্রমণ আরো ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তবে ব্যবসায়ীরা বলছেন, স্বাস্থ্যবিধি মেনেই বেচাকেনা করছেন তারা। আগামী ১৪ এপ্রিল থেকে সর্বাত্মক লকডাউনের বিষয়েও পক্ষে-বিপক্ষে অভিমত জানান ব্যবসায়ী ও সাধারণ মানুষেরা। এদিকে, অফিস টাইমে চাপ বাড়লেও বেশীরভাগ গণপরিবহনে অন্য সময়ে যাত্রীসংখ্যা কম থাকায় খরচ তোলা সম্ভব হচ্ছে না বলে জানান চালকরা।
লকডাউনের ৬ষ্ঠ দিনে ঢাকা নিউ মার্কেটে পরিবারের সঙ্গে কেনাকাটা করতে আসেন এই শিশু। তার মুখ থেকেও অকপটে বেরিয়ে আসলো করোনা পরিস্থতির ভয়াবহতার কথা।
হকার, ফুটপাত ও দোকানের ভেতরের চিত্র আরো ভয়ানক। অনেকের মুখে মাস্ক পরিহিত থাকলেও নেই কোন শারীরিক দুরত্ব।
সংক্রমণের উর্ধ্বমুখেও আক্রান্তের শঙ্কাকে তোয়াক্কা না করে ক্রেতারা ভিড় জমাচ্ছেন শপিংমলে।
করোনার উচ্চহার নিয়ন্ত্রনে ১৪ এপ্রিল থেকে সর্বাত্মক লকডাউন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানান ব্যবসায়ী ও সাধারণ মানুষ। আবার সংক্রমণ নিয়ন্ত্রণে কঠোর লকডাউনের দাবি করেন অনেকেই।
ক্রেতাবিক্রেতারা স্বাস্থ্যবিধি না মানলেও নানা উদ্যোগের কথা জানান ঢাকা নিউ সুপার মার্কেট বণিক সমিতি।
এদিকে, রাজধানীর সড়কে গণপরিবহন ও প্রাইভেট যানের সংখ্যা ছিল স্বাভাবিক।তবে, যাত্রীর সংখ্যা ছিলো খুবই কম।