দ্বিতীয় ডোজ দেয়ার দ্বিতীয় দিনে রাজধানীর করোনা টিকা কেন্দ্রগুলোতে ভিড়
- আপডেট সময় : ০৭:৩৯:৪০ অপরাহ্ন, শনিবার, ১০ এপ্রিল ২০২১
- / ১৫১৯ বার পড়া হয়েছে
কেউ অরাজকতার সৃষ্টি করে জনগণের জানমালের ক্ষতি করলে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। হেফাজতের ধংসাত্মক কার্যক্রমের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য দেশে কার্যকর আইন রয়েছে বলেও জানান তিনি। সকালে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়ে একথা বলেন তিনি। এসময় দেশে করোনা সংক্রমণ ভয়াবহতার দিকে যাচ্ছে জানিয়ে সকলকে টিকা নেয়ার আহবানও জানান। এদিকে দ্বিতীয় ডোজ দেয়ার দ্বিতীয় দিনেও সকাল থেকে রাজধানীর টিকা কেন্দ্রগুলোতে স্বতস্ফুর্তভাবে টিকা নেন নগরীর মানুষ।
করোনার টিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন আজ। এইদিন রাজধানীর টিকা কেন্দ্রগুলোতে টিকা প্রত্যাশীদের এমন ভিড়।
টিকা গ্রহিতারা বলছেন, টিকা নিয়ে তেমন পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়নি তাদের।
প্রথম ডোজ নেয়ার পর করোনা আক্রান্ত ব্যক্তি নেগেটিভ হওয়ার ২৮ দিন পর দ্বিতীয় ডোজ নিতে পারবে বলে জানিয়েছেন বঙ্গবন্ধূ শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের টিকাদান কেন্দ্রের সমন্বয়ক ডা. খোরশেদ আলম।
সকালে কুর্মিটোলা জেনারেল হাসপাতালেও টিকা প্রত্যাশীদের ভিড় ছিল চোখে পড়ার মতো।
হাসপাতালের পরিচালক বলেন, করোনা টিকা নিয়ে কোনো ধরণের সমস্যা নেই। যারা নিবন্ধন করবেন সবাই টিকা পাবেন।
কুমিটোলা জেনারেল হাসপাতালে সকালে টিকা নিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। পরে সাংবাদিকদের সাথে তিনি বলেন, করোনার মধ্যে দেশের বিরুদ্ধে কনো ধরণের সহিংসতা ঘটলে তা কঠোর হস্তে দমন করবে সরকার।
করোনা সংক্রমন ভয়াবহতার দিকে যাচ্ছে জানিয়ে সকলকে টিকা নেয়ার আহবান জানান আইনমন্ত্রী আনিসুল হক।