মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্কতা জারি
- আপডেট সময় : ০৭:৪৪:৫৭ অপরাহ্ন, শনিবার, ১০ এপ্রিল ২০২১
- / ১৫২৭ বার পড়া হয়েছে
মহামারি করোনা ভাইরাসের উচ্চমাত্রায় সংক্রমণের তথ্য উল্লেখ করে বাংলাদেশ ভ্রমণে সতর্কতা জারি করা হয়েছে। এমন পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সর্বোচ্চ মাত্রায় সতর্ক করা হয়েছে।
সেই সঙ্গে বাংলাদেশে সকল প্রকার ভ্রমণ এড়িয়ে চলার জন্য বলেছে মার্কিন স্বাস্থ্য বিভাগের অধীনস্থ সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন….সিডিসি। সিডিসি’র ওয়েবসাইট থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। ওয়েবসাইটে বলা হয়েছে, এমন পরিস্থিতিতে বাংলাদেশ ভ্রমণ এড়িয়ে চলা উচিত। করোনার টিকা নেয়া কোনো ব্যক্তিও যদি বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ ভ্রমণ করে তারপরও করোনার বিভিন্ন ভ্যারিয়ান্টে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকবে। তবে কোনো কারণে যদি বাংলাদেশে ভ্রমণ করতেই হয়, তাহলে করোনার টিকার পূর্ণাঙ্গ ডোজগুলো নেয়া উচিত। সিডিসি আরও বলেছে, বর্তমানে বাংলাদেশে ভ্রমণকারী সকলের অবশ্যই মাস্ক পরা উচিত এবং ছয় ফুট শারীরিক দূরত্ব বজায় রাখাসহ জনসমাগম এড়িয়ে চলতে হবে। এছাড়াও জীবাণুনাশক দিয়ে বার বার হাত ধুয়ে নিতে হবে।