আরো দুদিন বাড়ানো হলো প্রথম ধাপের লকডাউন
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:০৬:২২ অপরাহ্ন, রবিবার, ১১ এপ্রিল ২০২১
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
প্রথম দফার লকডাউন আরো দুদিন বাড়ানো হয়েছে। ৫ এপ্রিল থেকে শুরু হওয়া লকডাউন আজ শেষ হওয়ার কথা ছিলো। এরইমধ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানালেন, প্রথম ধাপের লকডাউন ধারাবাহিকভাবে আরো দুদিন চলবে।
করোনার উর্ধ্বগতির রাশ টানতে ১২ ও ১৩ এপ্রিল প্রথম ধাপের লকডাউন বাড়ানো হচ্ছে। দুপুরে সরকারি বাসভবন থেকে ভার্চুয়াল সংবাদ ব্রিফিংয়ে তিনি জানান, ১৪ এপ্রিল থেকে কঠোর লকডাউনের বিকল্প নেই।ি এসময় সরকারী বেসরকারী সব প্রতিষ্ঠান বন্ধ থাকবে। চালু থাকবে জরুরি সেবাসমূহ। তাই জনগনকে সরকারের নির্দেশনা মেনে ঘরে থাকার আহবান জানান তিনি। দেশে করোনা সংক্রমণ ভয়াবহ রূপ নিয়েছে, সেই সাথে বাড়ছে সংক্রমণ ও মৃত্যুর হার। চলতি লকডাউনে জনগণের উদাসীন মানসিকতার কোন পরিবর্তন হয়নি। তাদের অবহেলা ও উদাসীনতাকে দায়ী করে জনস্বার্থে সর্বাত্মক লকডাউনের সিদ্ধান্ত নেয়া হয়।