দূরপাল্লার যাত্রীবাহী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি
- আপডেট সময় : ০৩:১৬:১৬ অপরাহ্ন, রবিবার, ১১ এপ্রিল ২০২১
- / ১৫৪২ বার পড়া হয়েছে
করোনা সংক্রমণ বাড়তে থাকায় যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে দূর পাল্লার যাত্রীবাহী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। তবে দেশের অর্থনীতির চাকা সচল রাখতে পণ্যবাহী পরিবহন সচল রাখা হয়েছে । পণ্যবাহী পরিবহনের চালক হেলপাররা স্বাস্থ্যবিধি মেনে সড়কে যেন নির্বিঘ্নে চলাচল করতে পারে, সেজন্য বাড়তি সতর্কতা অবলম্বন করেছে কুমিল্লা রিজিয়নের হাইওয়ে পুলিশ।
সাধারন মানুষের মাঝে স্বাস্থ্যবিধি মানার প্রবণতা কম থাকায়, দ্বিতীয় ধাপের করোনা ভাইরাস মোকাবেলায় সরকারের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সড়কে পণ্য পরিবহনকারী সকল যানবাহনের চলাচল স্বাভাবিক রাখার পাশাপাশি চালকদের সচেতনতামূলক নানা নির্দেশনা প্রদান করা হচ্ছে। লকডাউন পরিস্থিতিতে মহাসড়কে যেকোন সমস্যায় এগিয়ে এসে সমাধানের চেষ্টা করছেন হাইওয়ে পুলিশ। পণ্যবাহী পরিবহনের নির্বিঘ্নে চলাচলে হাইওয়ে পুলিশের সহযোগিতার কথা তুলে ধরনের এই পরিবহন নেতা।
করোনা পরিস্থিতিতে পন্যবাহী পরিবহন চলাচলে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। এছাড়া মাস্ক ও লিফলেট বিতরণের মাধ্যমে সচেতন করার পাশাপাশি সড়কে যেকোন সমস্যায় হাইওয়ে পুলিশের সহযোগিতা নেয়ার আহ্বান জানিয়েছেন এই কর্মকর্তা। করোনা সংক্রমন ঠেকাতে স্বাস্থ্যবিধি মেনে চলতে এ পর্যন্ত বেশ কয়েকটি প্রজ্ঞাপন জারি করেছে সরকার। মহামারী ঠেকাতে নিজ নিজ সচেতনতা সবচেয়ে বেশি কার্যকর বলছেন বিশ্লেষকরা।