সোমবার ও মঙ্গলবারও থাকছে লকডাউন : ওবায়দুল কাদের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২২:৪৪ অপরাহ্ন, রবিবার, ১১ এপ্রিল ২০২১
- / ১৫৪১ বার পড়া হয়েছে
আওয়ামীলীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রথম ধাপের চলমান লকডাউনের ধারাবাহিকতা চলবে ১২ ও ১৩ এপ্রিল পর্যন্ত ।১৪ এপ্রিল থেকে শুরু হবে কঠোর ও সর্বাত্মক লকডাউন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে দূরপাল্লার যাত্রী পরিবহন
দুপুরে সরকারি বাসভবন থেকে ভার্চুয়াল সংবাদ ব্রিফিংয়ে এসব কথা জানান তিনি। এসময় তিনি বলেন, দেশের করোনা সংক্রমণ ভয়াবহভাবে বৃদ্ধি পাওয়ায় কঠোর লকডাউন ছাড়া বিকল্প নেই। তাই জনগনকে সরকারের নির্দেশনা মেনে ঘরে থাকার আহবান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।