১৮ বছরের কম বয়সীদের প্রকাশ্যে হিজাব পরা নিষিদ্ধ করলো ফ্রান্স
- আপডেট সময় : ০৮:১৩:০৬ অপরাহ্ন, রবিবার, ১১ এপ্রিল ২০২১
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
ফ্রান্সে প্রকাশ্যে হিজাব পরা নিষিদ্ধের প্রস্তাব পাস হয়েছে । আন্তর্জাতিক গণমাধ্যম গুলো জ়ানায় সিনেটে ১৮ বছরের কম বয়সী মুসলিম মেয়েদের প্রকাশ্যে হিজাব পরা নিষিদ্ধের প্রস্তাব পাস হয় ।
এদিকে বিতর্কিত বিলটি পাস করার পর তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয় । অনেকেই বিলের বিরোধিতা করে ‘হ্যাশট্যাগ হ্যান্ডস অফ মাই হিজাব’ লিখে প্রতিবাদে অংশ নিচ্ছে । ফরাসি সরকার জানিয়েছে, বিচ্ছিন্নতাবাদ বিরোধী এই আইনের উদ্দেশ্য হচ্ছে দেশের ধর্ম নিরপেক্ষতা ব্যবস্থাকে গতিশীল করা । কিন্তু সমালোচকরা বলছে, মূলত দেশটির মুসলিম সংখ্যালঘুদের টার্গেট করেই এমন আইন এনেছে ফ্রান্সের সরকার । এর আগে দেশটির দেশটির সিনেটে বিতর্কিত বিলটি বিলটির পক্ষে ভোট পড়ে । বিলটি আইনে পরিণত হওয়ার পর ১৮ বছরের কম বয়সী ফ্রান্সের মুসলিম মেয়েদের জনসমক্ষে হিজাব পরা নিষিদ্ধ হবে । এছাড়াও যেসব অভিভাবক ধর্মীয় পোশাক পরেন তাদের ওপর কোনো স্কুলে ভ্রমণ, পাবলিক সুইমিং পুলে যাওয়া বা এ জাতীয় কাজে অংশ নেয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হবে ।