করোনায় এবারও ম্লান হয়ে গেছে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সবচেয়ে বড় সামজিক উৎসব ‘বৈসাবি’
- আপডেট সময় : ০৭:২৬:৪০ অপরাহ্ন, সোমবার, ১২ এপ্রিল ২০২১
- / ১৫২৮ বার পড়া হয়েছে
করোনার কারণে এবারও ম্লান হয়ে গেছে পার্বত্য চট্টগ্রামে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সবচেয়ে বড় সামজিক উৎসব ‘বৈসাবি’। স্বাস্থ্যবিধি মেনে ঘরোয়াভাবে উদযাপনের প্রস্তুতি নিয়েছেন পাহাড়িরা। লকডাউনের কারণে বৈসাবি উপলক্ষে বেচাকেনা করতে না পেরে ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা।
পার্বত্য চট্টগ্রামে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সবচেয়ে বড় সামাজিক উৎসব ‘বর্ষবরণ ও বিদায়’। পাহাড়ে বিভিন্ন সম্প্রদায়ের কাছে এটি বিজু, বৈসু, বিহু, সাংগ্রাই বা সাংক্রান নামে পরিচিত। সংক্ষেপে ‘বৈসাবি’ নামেই সমাদৃত। প্রাণের এ উৎসব ঘিরে প্রতিবছর মেতে ওঠে পাহাড়ী পল্লী। তবে, করোনার কারণে গত বছর এই উৎসব উদযাপন হয়নি। তবে এ বছর করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় সীমিত আকারে আয়োজন করা হয়েছে।
ঘরোয়া পরিবেশে শুধু ধর্মীয় আবহে বৈসাবি উদযাপন করবে পাহাড়ীরা।
শেষ মুহুর্তে কেনাকাটায় কিছুটা ব্যস্ততা দেখা গেছে নগরবাসীকে। তবে ব্যবসায়ীরা জানান, লকডাউনের কারণে ক্ষতির মুখে পড়েছে তারা।
স্বাস্থ্যবিধি মেনে নিজ নিজ ঘরে বৈসাবি পালনের আহবান জানান, জেলা প্রশাসক।
নদীতে ফুল ভাসানোর মধ্য দিয়ে পাহাড়ে শুরু হয় তিন দিন ব্যাপী বৈসাবি উৎসব।