পাটুরিয়ায়-দৌলতদিয়ায় ঘরমুখী মানুষের চাপ বেড়েছে
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১৯:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১
- / ১৫২২ বার পড়া হয়েছে
দেশে কঠোর লকডাউন কার্যকরের নির্দেশনার পর পাটুরিয়ায়-দৌলতদিয়ায় মানুষের চাপ বেড়ে গেছে কয়েকগুণ। ঘাটে পারাপারের অপেক্ষায় কয়েক’শ যানবাহন।
দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশ পথ পাটুরিয়া-দৌলতিদয়া নৌরুটে মোটরসাইকেল, ভ্যান, সিএনজিসহ ব্যক্তিগত গাড়ির চাপ সবচেয়ে বেশী। যাত্রীবাহী বাস চলাচলে নিষেধাজ্ঞা থাকায় এই পরিস্থিতি বলে জানান, আরিচা কার্যালয়ের ডিজিএম। এছাড়া, আসন্ন রমজানের কারণে বেড়ে গেছে পণ্যবাহী ট্রাকের সংখ্যা। লকডাউনের ঘোষণা আসলেও পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা–কাজিরহাট নৌরুটে স্বাস্থ্যবিধি মানছেন না হাজার হাজার যাত্রী। বর্তমানে পাটুরিয়া-দৌলতদিয়ায় ১৬টি এবং আরিচা-কাজিরহাট নৌরুটে ৪টি ফেরি দিয়ে যানবাহন পারাপার হলেও পাটুরিয়া ঘাটে ছোট গাড়ি ৪ শতাধিক এবং ৩ শতাধিক পণ্যবাহী ট্রাক ফেরি পারাপারের অপেক্ষায় রয়েছে।