করোনা রোগীদের ঠাঁই মিলছে না হাসপাতালগুলোতে
- আপডেট সময় : ০১:৪৭:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১
- / ১৫১৯ বার পড়া হয়েছে
রাজধানীর হাসপাতালগুলোতে করোনা রোগীদের ঠাঁই মিলছে না। সংক্রমণের উচ্চহারের কারণে নতুন করে ভর্তি নিচ্ছে না ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কর্তৃপক্ষ। করোনা রোগী বেশি হওয়ায় চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা । সেবা নিয়েও হতাশ রোগীর স্বজনরা। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে উন্মুক্ত স্থানে,অফিস-দোকানপাটের পাশাপাশি স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না হাসপাতালে। সংক্রমণ নিয়ন্ত্রণে স্বাস্থ্যবিধি মানাতে দেশের আর্থ-সামাজিক অবস্থা বিবেচনায় নতুন পরিকল্পনা করতে স্বাস্থ্যমন্ত্রণালয়কে পরামর্শ দেন ঢামেক পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. নাজমুল হক।
করোনা পজেটিভ হয়ে রাজধানীর ধানমন্ডি থেকে চিকিৎসা নিতে ঢাকা মেডিকেলে আসেন ৬৯ বছর বয়সী আবদুর রহিম চৌধুরী। দীর্ঘ সময়ে করোনা ইউনিটের সামনে অ্যাম্বুল্যান্সে অপেক্ষার পর হাসপাতালে ঠাই মিলছে না। পরে তার শারীরিক অবস্থা খারাপ হলে চিকিৎসা দেন হাসপাতাল কর্তৃপক্ষ। সম্প্রতি করোনার দ্বিতীয় ঢেউয়ে দেশে উচ্চহারে বাড়ছে সংক্রমণ। আক্রান্ত ও মৃতের সংখ্যাও এ যাবতকালে সর্বোচ্চ রেকর্ড হয়েছে।
এমন পরিস্থিতিতেও হাসপাতালে বাড়ছে করোনা রোগীর সংখ্যা। কিন্তু রোগীর ক্রমাগত চাপ বাড়ায় সামাল দিতে হিমশিমও খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। স্বাস্থ্যবিধি না মানায় সংক্রমণ হার বাড়ছে অতিমাত্রায় । পর্যটনে, জনসমাগমে কিংবা অফিস আদালত ও শপিংমলের পাশপাশি স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না হাসপাতালেও। এমনটাই স্বীকার করলেন রোগীর স্বজনরা।
হাসপাতালে রোগীর চাপ বেশি হওয়ায় স্বাস্থ্যবিধি মানানো যাচ্ছে না বলে স্বীকার করলেন ঢাকা মেডিকেলের পরিচালক । সংক্রমণ নিয়ন্ত্রণে জনসাধারণকে স্বাস্থ্যবিধি মানাতে সহজ করে পরিকল্পনা নেয়ারও পরামর্শ দেন তিনি।এ মাহামারি থেকে বাচঁতে হলে সচেতনার বিকল্প নেই বলেও মত দেন তিনি। অন্যথায় কঠোর খেশারত দিতে হবে বলেও আশঙ্কা তার।