স্বাস্থ্যবিধি না মানায় শিল্পাঞ্চল সাভার ও ধামরাইয়ে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে
- আপডেট সময় : ০৫:১২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১
- / ১৫২৩ বার পড়া হয়েছে
স্বাস্থ্যবিধি না মানায় শিল্পাঞ্চল এলাকা সাভার ও ধামরাইয়ে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। জনগনকে সচেতন করতে বেগ পোহাতে হচ্ছে পুলিশসহ বিভিন্ন সংস্থ্যাগুলোকে। বিশেষজ্ঞরা মনে করেন, এভাবে চলতে থাকলে ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকির মুখে পড়বে মানুষ।
ঢাকার অদূরে সাভার ও ধামরাই উপজেলায় ঘনবসতিপূর্ণ এ অঞ্চলে প্রায় ১ কোটি মানুষের বসবাস। শিল্পাঞ্চলখ্যাত এখানে অধিকাংশ মানুষই কাজের সন্ধানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন।এখানে সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা না থাকায় মহামারীর জন্য যথেষ্ট ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
অধিকাংশ মানুষের মুখেই নেই মাস্ক। তবে মাস্ক ব্যবহারসহ স্বাস্থ্য সচেতন মানুষের সংখ্যা নেহায়েতই কম।
করোনা ভাইরাসের প্রাদূর্ভাব রোধে সম্মূখ সারীর যোদ্ধা হিসেবে প্রথম থেকেই মাঠে রয়েছে পুলিশ বিভাগ।
সাধারণ মানুষ স্বাস্থ্য সচেতন না হওয়ায় বাড়ছে করোনা সংক্রমণ এবং মৃত্যুর সংখ্যা। সামনে আরো ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে জানালেন স্থানীয় স্বাস্থ্য বিভাগের এ কর্মকর্তা।
করোনা সংক্রমন মোকাবেলায় স্বাস্থ্য সচেতন হবেন সাধারন মানুষ। পাশা-পাশি সুরক্ষা সামগ্রী ব্যবহার এবং জনসমাগম এড়িয়ে চলবেন এ অঞ্চলের বাসিন্দারা এমনটাই প্রত্যাশা সকলের।