ঝিনাইদহে আগুনে পুড়ে ছাই হলো ২০ বিঘা জমির পান
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৪০:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
ঝিনাইদহের কালীগঞ্জের খর্দ্দরায় গ্রামে আগুনে পুড়ে ছাই হলো ১৬ কৃষকের প্রায় ২০ বিঘা জমির পান। এ ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশংকা করা হচ্ছে।
দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কর্মীরা কয়েকঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কালীগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা শেখ মামুনুর রশিদ জানান, দুপুরে মাঠে আগুন লাগে। এ সময় পান চাষীরা ফায়ার সার্ভিসে খবর দিলে কয়েক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এলাকার প্রায় ১৬জন কৃষকের ২০ বিঘা জমির পান পুড়ে ছাই হয়ে গেছে। কিভাবে এই আগুন লাগার ঘটনা ঘটলো তা জানা যায়নি এখনো।