লকডাউনের নামে জনগণের ওপর অকার্যকর শাটডাউন চাপিয়ে দিয়েছে সরকার : মির্জা ফখরুল
- আপডেট সময় : ০৮:০৪:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১
- / ১৫২৪ বার পড়া হয়েছে
সরকার লকডাউনের নামে জনগণের ওপর অকার্যকর শাটডাউন চাপিয়ে দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নিম্ন আয়ের মানুষ কিভাবে চলবে এবিষয়ে কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা নেয়নি সরকার। দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। করোনা আক্রান্ত বেগম খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়াও চান বিএনপি মহাসচিব।
মঙ্গলবার দুপুরে বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আসন্ন রমজান সামনে রেখে নিত্যপণ্যের দামবৃদ্ধি ও বিপর্যস্ত জনজীবন শীর্ষক বিএনপির এই সংবাদ সম্মেলন।
সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব অভিযোগ করেন লকডাউনের নামে জনগণের ওপর অকার্যকর শাটডাউন চাপিয়ে দিয়েছে সরকার।
সিংক: মির্জা ফখরুল ইসলাম, আলমগীর, মহাসচিব, বিএনপি
সরকার করোনাকে পুঁজি করে লুটপাট আর দুর্নীতি করার জন্যই মোকাবেলায় কারো পরামর্শ নিচ্ছে না বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব।
এসময় বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়েও কথা বলেন তিনি।