জনসন অ্যান্ড জনসনের করোনার টিকা দেয়া বন্ধ করতে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩৭:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
জনসন অ্যান্ড জনসনের করোনাভাইরাসের টিকা দেয়া বন্ধ করতে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্তৃপক্ষ।
এই টিকা নেয়ায় শরীরে রক্তজমাটের ঘটনার পর মঙ্গলবার এমন সিদ্ধান্ত নেয়া হয়। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসনের রিসার্চ সেন্টারের পরিচালক ডা. পিটার মার্কস বলেন, ঝুঁকি এড়াতে ব্যাপক সতর্কতা মূলক পদক্ষেপ হিসেবে এই টিকার ব্যবহার বন্ধের সুপারিশ করা হয়েছে। যুক্তরাষ্ট্রে জনসনের টিকার ৬৪ লাখ ডোজ দেয়া হয়েছে ।এখন পর্যন্ত ৬ জনের শরীরে রক্তজমাটের ঘটনা শনাক্ত হয়। এই ৬জনই নারী, তাদের বয়স ১৮ থেকে ৪৮ বছরের মধ্যে।এর মধ্যে এক নারী মারা গেছেন। আরেকজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।অস্ট্রাজেনেকার টিকা নেয়ার পরও এমন ঘটনা ঘটে। এতে বেশ কয়েকটি ইউরোপীয় দেশে এ টিকার ব্যবহার সীমিত করে দেয়া হয়।