লকডাউন কঠোর অবস্থানে পুলিশ
- আপডেট সময় : ০৮:৫২:০৬ অপরাহ্ন, বুধবার, ১৪ এপ্রিল ২০২১
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
করোনা ভাইরাস সংক্রমণ রোধে ভোর ৬টা থেকে রাজধানী ঢাকাসহ সারাদেশে চলছে টানা আটদিনের কঠোর লকডাউন। প্রথম দিনে প্রয়োজনে-অপ্রয়োজনে ঘরের বাইরে এসে বিপাকে পড়েছেন রাজধানীবাসী। বিভিন্ন রাস্তার মোড়ে চেকপোস্ট বসিয়ে যানবাহন ও চলাচল নিয়ন্ত্রণ করছে পুলিশ। মুভমেন্ট পাস না থাকায় বাইরে বের হলে করা হচ্ছে জরিমানা।
বাংলা নতুন বছরের প্রথম দিন থেকে শুরু হওয়া কঠোর বিধিনিষেধে রাজধানীর চিত্র। সুনসান রাজপথ। নেই চিরচেনা যানজট কিংবা যানবাহনের দীর্ঘ লাইন।
সড়কে খুব কম মানুষের চলাচল। নেই গণপরিবহন। চলছে অল্প কিছু ব্যক্তিগত যানবাহন।
এদিন মুভমেন্ট পাস ছাড়া কাউকে চেকপোস্ট অতিক্রম করতে দেয়নি পুলিশ। অনেকের কাছে নেই স্মাট ফোন কিংবা ইন্টারনেট সুবিধা, যাদের আছে প্রয়োজনে মুভমেন্ট পাস পেতেও জটিলতা পড়তে হয় বলে জানান কেউ কেউ।
লকডাউনের প্রথম দিনে জরুরী প্রয়োজনেও বাহিরে বের হয়ে বিপাকে পড়েন অনেকেই।
জীবিকার তাগিদে রাস্তায় বেরিয়েছে রিক্সাচালকসহ নিম্ন আয়ের মানুষেরা। চেকপোস্টের নামে রিক্সা, মোটরসাইকেল থামিয়ে জরিমানা করা হচ্ছে বলে জানান তারা।
এদিকে, পুলিশ বলছে, জরুরি কাজে অথবা হাসপাতালের উদ্দেশ্যে যারা বের হয়েছেন তাদেরকে যেতে দেয়া হচ্ছে।