বেগম খালেদা জিয়ার সিটি স্ক্যানের পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়ার কথা রয়েছে আজ
- আপডেট সময় : ০১:৫৯:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ এপ্রিল ২০২১
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
করোনায় আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সিটি স্ক্যানের পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়ার কথা রয়েছে আজ।
এরআগে সিটি স্ক্যানের জন্য বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে বেগম জিয়াকে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়। পরে রাত পৌনে ১১টার দিকে তাকে আবার গুলশানের বাসভবন ফিরোজায় আনা হয়। পরে খালেদা জিয়ার চিকিৎসক দলের সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের বলেন, ফুসফুসে মৃদু সংক্রমণ রয়েছে। এই মুহুর্তে প্রয়োজনীয় চিকিৎসা বাসায় রেখেই দেয়া হবে। খালেদা জিয়া শঙ্কামুক্ত কিনা এমন প্রশ্নের জবাবে তিনি জানান, করোনা আক্রান্ত হবার ১২ থেকে ১৪ দিন পর তা জানা যায় । হাসপাতালে বেগম খালেদা জিয়ার সঙ্গে অন্যানদের মধ্যে ছিলেন তার ছোট ভাই শামীম ইস্কান্দার, বিএনপি নেতা বরকত উল্লাহ বুলু, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ডা. আল মামুন, একজন নার্স ও গৃহপরিচারিকা ফাতেমা।