জেলাগুলোতে স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করেই অবাধে চলাচল করছে মানুষ
- আপডেট সময় : ০২:০৭:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ এপ্রিল ২০২১
- / ১৫২৮ বার পড়া হয়েছে
বিধিনিষেধের তৃতীয় দিনে নির্দেশনা বাস্তবায়নে দেশের বিভিন্ন জেলার মহাসড়ক গুলোতে তৎপর রয়েছে স্থানীয় প্রশাসন। তবে জেলা শহরের বাইরে দেখা যায়নি কোন তৎপরতা। স্বাস্থবিধির তোয়াক্কা না করেই অবাধে চলাচল করছে মানুষ।
৮ দিনের সর্বাত্মক লকডাউনের তৃতীয় দিন সেই সঙ্গে শুক্রবারের সাপ্তাহিক ছুটি মিলিয়ে আজও শুনশান ছিলো বন্দরনগরী চট্টগ্রামের সড়ক মহfসড়ক ও ব্যস্ততম এলাকাগুলো। লকডাউনের প্রথম ও দ্বিতীয় দিনে রাস্তায় আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতা থাকলেও তৃতীয় দিনে তা ছিলো না। তবে জেলা প্রশাসনের ৬ টি ভ্রাম্যমান আদালত বিভিন্ন পয়েন্টে পয়েন্টে অভিযান চালিয়েছে। গণপরিবহন দেখা না গেলেও ব্যক্তিগত গাড়ি ও রিক্সা আর সিএনজি অটোরিক্সার আধিক্য ছিলো নগরজুড়ে।
ময়মনসিংহেও চলছে তৃতীয় দিনের লকডাউন। নগরী রাস্তাঘাটে রিক্সা ও অটো ছাড়া তেমন কোন যানবাহন দেখা যায়নি। এদিকে, কেউ রাস্তায় আসলে উপযুক্ত কারন ছাড়া যেতে দিচ্ছে না পুলিশ। এছাড়া পুলিশের পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকেও ভ্রাম্যমাণ আদালতের টিম কাজ করছে।
মানিকগঞ্জে লকডাউনের ৩য় দিনেও শপিংমল, বিপনি বিতান ও দোকানপাট বন্ধ রয়েছে। লকডাউন পালনে মহাসড়ক গুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে।
সরকারি নির্দেশনা অনুযায়ী কঠোর লকডাউনের কথা থাকলেও তা মানছে নেত্রকোনায়। তবে শহরে কাচাবাজার ছাড়া সকল প্রকার দোকানপাট বন্ধ রয়েছে।
সিরাজগঞ্জে লকডাউন পালনে আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় প্রশাসনের ব্যাপক তৎপরতা দেখা গেছে।শহরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে স্থানীয় প্রশাসন।
এছাড়াও পাবনা, সাতক্ষীরা, জামালপুর ও ঝালকাঠিতে সর্বাত্নক লকডাউন বাস্তবায়নে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় প্রশাসন।