আলাদা সড়ক দুর্ঘটনায় পাবনা ময়মনসিংহ ও মুন্সীগঞ্জে ৭ জন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:০৪:৪০ অপরাহ্ন, সোমবার, ১৯ এপ্রিল ২০২১
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
আলাদা সড়ক দুর্ঘটনায় পাবনা, ময়মনসিংহ ও মুন্সীগঞ্জে ৭ জন নিহত হয়েছে।
পাবনার ঈশ্বরদী উপজেলায় কলা বোঝাই ট্রাক উল্টে তিনজন নিহত হয়েছে। পুলিশ জানায়, উপজেলার লক্ষীকুন্ডার হুদিপাড়া থেকে কলা বোঝাই একটি ট্রাক জয়পুরহাটে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলেই ৩ জন মারা যায়। এসময় আহত হয় আরো ৬ জন।
ময়মনসিংহে বালুবাহী ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। গেলো রাতে নগরীর মাসকান্দা বাসস্ট্যান্ড সংলগ্ন শান্তিনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এদিকে, মুন্সীগঞ্জের চর মুক্তারপুরে শাহ সিমেন্টের গাড়ীর ধাক্কায় সজীব নামের এক যুবক এবং শ্রীনগর উপজেলায় অজ্ঞাত গাড়ির চাপায় লাভলু শেখ নামে ৮ বছরের এক শিশু নিহত হয়েছে।