খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:২৬:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ এপ্রিল ২০২১
- / ১৫৩২ বার পড়া হয়েছে
করোনা ভাইরাসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন পর্যন্ত স্থিতিশীল আছে। আগামী দুইদিন অবস্থা স্থিতিশীল থাকলে বেগম জিয়া বিপদমুক্ত বলে সোমবার মধ্যরাতে এ তথ্য জানান তার ব্যক্তিগত চিকিৎসক।
গেলো ৪২ ঘণ্টা তার জ্বর ছিল না জানিয়ে ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, আগামী ৪৮ ঘণ্টা অত্যন্ত গুরুত্বের সঙ্গে খালেদা জিয়ার স্বাস্থ্যের তদারকি করা হবে। ওই তিনদিন ঝুঁকি থেকে যাচ্ছে। এ কদিনে অন্য উপসর্গ বাড়েনি। কিংবা নতুনভাবে কোন জটিলতা দেখা দেয়নি। রাতে বেগম জিয়ার গুলশানের বাসভবন ফিরোজায় যান তাঁর মেডিকেল টিমের দুই সদস্য। সেখান থেকে বেরিয়ে এসব তথ্য দেন ডা. জাহিদ। এসময় বেগম জিয়ার জন্য দেশবাসীর কাছে আবারো দোয়া চান তিনি।