আজ থেকে হেফাজত নেতা মামুনুল হকের ৭ দিনের রিমাণ্ড শুরু
- আপডেট সময় : ১২:২৯:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ এপ্রিল ২০২১
- / ১৫২৫ বার পড়া হয়েছে
হেফাজত ইসলামের নেতা মামুনুল হকের ৭ দিনের রিমাণ্ড শুরু আজ থেকে। হত্যা চেষ্টা ও ধর্মীয় অনুভূতিতে বাধা দেয়ার মামলায় জিজ্ঞাসাবাদ করবে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
এর আগে, রোববার দুপুরে মোহাম্মদপুর থেকে মামুনুলকে গ্রেপ্তার করা হয়। নতুন-পুরান মিলিয়ে হেফাজতের সহিংসতার ঘটনায় রাজধানী ও নারায়ণগঞ্জের বেশ কয়েকটি মামলায় আসামি মামুনুল হক। এছাড়া ২০১৩ সালের ৫ই মের নাশকতার ঘটনায় একাধিক মামলার তদন্তে নাম এসেছে তার। এদিকে, অযৌক্তিকভাবে হয়রানি বা গ্রেপ্তার বন্ধে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দাবি জানিয়েছেন হেফাজতে ইসলামের নেতারা। সোমবার রাতে সংগঠনের একটি প্রতিনিধিদল ধানমন্ডিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বাসায় যান। বৈঠকে পুলিশের কয়েকজন কর্মকর্তাও ছিলেন। ধারণা করা হচ্ছে, গ্রেপ্তার ও মামলা এড়াতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন কোণঠাসা হয়ে পড়া হেফাজতের নেতারা। এদিকে, হেফাজতের আমীর জুনাইদ বাবুনগরী এক ভিডিও বার্তায়, যে কোন সহিংসতা এড়াতে দলের নেতাকর্মীদের প্রতি নির্দেশ দিয়েছেন। এছাড়া, দেশজুড়ে নাশকতা, ভাংচুর ও রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে হেফাজতে ইসলামের বিরুদ্ধে বিভিন্ন জেলার ২৩টি মামলার তদন্তের দায়িত্ব পেলো পুলিশের অপরাধ তদন্ত বিভাগ…সিআইডি।