ক্ষুধার জ্বালায় টিসিবির পণ্য কিনতে ছুটছেন চাকরিজীবীরাও
- আপডেট সময় : ০২:০৭:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ এপ্রিল ২০২১
- / ১৫৩০ বার পড়া হয়েছে
লকডাউনের ফাঁদে পড়ে ক্ষুধার জ্বালায় এখন চাকরিজীবীরাও ছুটছেন টিসিবির পণ্য কিনতে। বেসরকারিখাতে যারা ছোটখাটো চাকরি করেন, তাদের অনেকেরই বেতন না হওয়ায় সংসার চালানোই কঠিন হয়ে পড়েছে। তাই অনেকেই আত্মসম্মানবোধ ভুলে পরিচয় গোপন করে ঘরের বাইরে লাইন ধরছেন টিসিবির পণ্য কিনতে।
নগরীর নওদাপাড়ায় টিসিবি কার্যালয়ের পাশে রাজশাহী-নওগাঁ মহাসড়ক। সেহরীর পর ভোরের আলো ফোটার আগে থেকে এসব মানুষের অপেক্ষা। কারণ, বেলা বাড়লে ভীড়ও বাড়ে। দুপুরে টিসিবির ট্রাক এসে দাঁড়ালে খানিকটা কম দামে খাদ্যপণ্য কিনবেন তারা। শ্রমজীবী মানুষের পাশাপাশি এখন অনেক চাকরিজীবীও লাইনে দাঁড়িয়ে পণ্য কিনছেন।এদের অনেকেই আত্মসম্মানবোধের কারণে নিজের পরিচয়ও প্রকাশ করতে চান না।
রাজশাহী নগরীতে প্রতিদিন ১০টি স্থানে ট্রাকে করে টিসিবির পণ্য বিক্রি করা হচ্ছে। প্রত্যেক ডিলার প্রতিদিন ৬০০ কেজি করে চিনি, ৩০০ কেজি ডাল, ১০০০ লিটার সয়াবিন তেল, ৭০০ কেজি পেঁয়াজ, ১০০০ কেজি ছোলা ও ১০০ কেজি করে খেজুর বিক্রি করছেন। লকডাউনের কারণে চাহিদা বেড়েছে টিসিবির পণ্যের।
এদিকে, চলমান লকডাউনে মানুষের খাদ্য সহায়তায় এক ধরনের ত্রাণ হিসেবেই কম দামে প্রতিদিন টিসিবির পণ্য বিক্রি করছে সরকার-বলছেন জেলা প্রশাসক।রাজশাহী আঞ্চলিক কার্যালয়ের অধীনে চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, রাজশাহী ও পাবনা জেলায় ডিলারদের মাধ্যমে পণ্য বিক্রি করছে টিসিবি।