বিধিনিষেধ মেনে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার দাবী জানিয়েছে রংপুরের ব্যবসায়ী সংগঠনগুলো
- আপডেট সময় : ০১:৫৩:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
নিজেদের রুটি-রুজির পথ বন্ধ হওয়ায় সরকারী বিধিনিষেধ মেনে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার দাবী জানিয়েছে রংপুরের ব্যবসায়ী সংগঠনগুলো। ব্যবসায়ী নেতারা বলেন, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসার সাথে কয়েক লাখ শ্রমিক-কর্মচারী জড়িত। দাবি করেন, এমন পরিস্থিতিতে ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেয়া না হলে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন কাটাতে হবো।
গেল বছর করোনা মোকাবিলায় ব্যবসা প্রতিষ্ঠান ও শপিংমলগুলো বন্ধ থাকায় প্রায় বছর জুড়েই লোকসান গুনতে হয় ক্ষুদ্র ও মাঝারী ব্যবসায়ীদের।
চলতি বছরের শুরুতে লোকসান পুষিয়ে নিতে নতুন করে ব্যবসায়ীরা প্রস্তুতি নিলেও আবারও করোনার থাবায় লন্ডভন্ড ব্যবসায়ীদের পরিকল্পনা। এ মুহুর্তে নিজেদের জীবন-জীবিকা নিয়ে শঙ্কায় ব্যবসায়ীরা।
ব্যবসায়ী নেতারা জানান, উৎসব কেন্দ্রীক ব্যবসা হওয়ায় বিগত বছরে লোকসানের মুখোমুখি হতে হয়েছে তাদের। কিন্তু আসন্ন ঈদ ঘিরে ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেয়া না হলে পথে বসতে হবে মালিকসহ কর্মচারীদের।
বিশেষজ্ঞরা বলছেন, বিভাগের ৮ জেলায় ১০ লাখ ক্ষুদ্র ও মাঝারী ব্যবসায়ী সাথে জরিত রয়েছে প্রায় ৫০ লাখ মানুষের ভাগ্য। দেশের অর্থনীতির চালিকা শক্তি এসব ব্যবসায়ীদের বাঁচাতে দ্রুত পদক্ষেপের আহবান জানান তারা।
এদিকে স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার দাবী জানিয়ে জেলা প্রশাসন বরাবর স্মারকলিপি দিয়েছে ব্যবসায়ী সংগঠন গুলো।