ধান কাটা ও মাড়াইয়ের জন্য নওগাঁয় জড়ো হচ্ছেন বিভিন্ন এলাকার কৃষি শ্রমিক
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৮:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১
- / ১৫২৮ বার পড়া হয়েছে
ধান কাটা ও মাড়াইয়ের জন্য নওগাঁয় জড়ো হচ্ছেন বিভিন্ন এলাকার কৃষি শ্রমিক। পুলিশের তত্ত্বাবধানে তারা আসছেন।
সকালে শহরের সান্তাহার বাইপাস মোড়ে গাইবান্ধা থেকে আসা শ্রমিকদের সঙ্গে পরিচিত হন নওগাঁর পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া। এ সময় কৃষি শ্রমিকদের শরীরের তাপমাত্রা পরিমাপ করা হয়।পরে করোনার সংক্রমণ থেকে সুরক্ষার জন্য মাস্ক, হ্যান্ড স্যানিটাইজারের পাশাপাশি তাদের দেয়া হয় শুকনো খাবার। আগামী ১ সপ্তাহের মধ্যে গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিহাট, সিরাজগঞ্জ, পাবনাসহ দেশের বিভিন অঞ্চল থেকে প্রায় দেড় লাখ শ্রমিক এ জেলায় একই কাজে যোগ দেয়ার কথা রয়েছে।