বিএনপি মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী এবং উগ্র সাম্প্রদায়িক দানবের প্রকাশ্য পৃষ্ঠপোষক: ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০৮:৩৫:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
বিএনপিকে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী এবং উগ্র সাম্প্রদায়িক দানবের প্রকাশ্য পৃষ্ঠপোষক দল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত অসহায়-কর্মহীন মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বাসভবন থেকে দেয়া ভার্চূয়াল বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। এ সময় ওবায়দুল কাদের আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলা, আর খেটে খাওয়া দরিদ্র মানুষকে বাঁচানোই এখন আওয়ামী লীগের বড় চ্যালেঞ্জ।
শুক্রবার সকালে অসহায়, কর্মহীন মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন, ঢাকা, চট্রগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের সহিংসতার সব ঘটনার সাথেই জড়িত ছিলো বিএনপি।
এসময় আওয়ামীর লীগ সাধারণ সম্পাদক বলেন, করোনাকে পরাজিত না করা পর্যন্ত দুস্থ, অসহায়দের মাঝে নগদ অর্থ এবং খাদ্য সামগ্রী বিতরণ চলমান রাখতে হবে।
পরে কর্মহীন, অসহায় ও দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন কেন্দ্রীয় ও মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ত্রাণ এবং সমাজ কল্যাণ সম্পাদক।